মলয় দে নদীয়া:- পুলিশের উদ্যোগে রক্তদান শিবির। রক্ত তৈরি করা যায় না। কাউকে দান করতে হয়। সেই ভাবনা থেকেই নদীয়ার করিমপুর থানার উদ্যোগে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্ত দিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশকর্মীরাও। উপস্থিত ছিলেন করিমপুর থানার আইসি পিন্টু সরকার সমস্ত পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়ার দের এই উদ্যোগকে উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের এডিশনাল এসপি।
সাধারণ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখার ব্যস্ততার মধ্যেও তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করিমপুর এলাকার মানুষ। জানা গেছে ৪৭ জন পুলিশকর্মী রক্তদান করেন।