বিশ্ব নাট্যদিবসে সারারাত জেগে নাটক দেখলো নাট্য প্রেমীরা

Social

মলয় দে নদীয়া:- নাটকের জন্য রাত জাগা, গতকাল বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সকালে প্রভাতফেরির পর শান্তিপুর সাংস্কৃতিক আয়োজনে রাত ভোর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চস্থ হলো। যা দেখতে শুধু শান্তিপুর নদিয়া নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্য প্রেমী মানুষেরা এসেছিলেন শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং শান্তিপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক পলসন ঘোষ। গুণীদের সংবর্ধিত করা এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বর্তমান থিয়েটারের পরিস্থিতি নিয়ে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন। শান্তিপুর সাংস্কৃতিক তাদের নাট‍্য কোজাগরীর সদস্যদের নিয়ে অসাধারন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছিলেন শান্তিপুর লাইব্রেরী মাঠ এবং হল। যখন হল এর মধ্যে নাটক চলছিলো তখন বাইরে গুণী শিল্পীদের ছবি আঁকা চলছিলো। মাঝে মাঝে বিরতির মধ্যে এসে তা উপভোগ করছিলেন দর্শকরা । তাদের মধ্য থেকেই এই ছবি নিলাম হওয়ার রীতি রয়েছে, যা একদিকে শিল্পীর মর্যাদা বৃদ্ধি করে অন্যদিকে তার সৃষ্ট শিল্প সমাদর পায় উপযুক্ত প্রাপকের হাতে। এভাবেই গতকাল সকালের বর্ণাঢ্য পদযাত্রার পর সন্ধ্যে থেকে আজ সকাল পর্যন্ত থিয়েটার দেখে রাত জাগার রীতি , সমাজকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা বিগত ২১ বছর ধরে এভাবেই করে চলেছে শান্তিপুর সাংস্কৃতিক।

Leave a Reply