মহিষাদলঃ গ্রাম বাংলা থেকে বেশি সংখক খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহীর উদ্যোগে মহিষাদল সুইমিং ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ২৯ শে মার্চ থেকেব ৩১ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মহিষাদলে ” তৃতীয় স্পোর্টস ফেস্টিভ্যাল” শনিবার সাংবাদিক বৈঠক করে জানান দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতারু তপন প্রানিগ্রাহী। তিনি ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি,,সংস্থার সাংগঠনিক সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। মহিষাদলের বিভিন্ন মাঠে ক্রিড়া, ফুটল, তীরন্দাজ, হ্যান্ডবল, সাঁতার সহ ১৭ টি বিভাগের খেলায় দেশের বিভিন্ন রাজ্যে থেকে ১৫০০ প্রতিযোগী অংশগ্রহন করবে বলে জানান তপনবাবু। তিনি বলেন, আজ যারা দেশের খেলার মানকে এগিয়ে নিয়ে চলেছে তাদের অধিকাংশই গ্রাম বাংলা থেকে উঠে আসা। গ্রাম বাংলা থেকে আরও বেশি সংখক ছেলে মেয়েরা যাতে খেলাধুলায় মনোযোগ দেয় তারাই লক্ষ্যে এই প্রয়াস।।