মহিষাদলঃ নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসলো একটি বিরল প্রজাতির প্রাণী। কচ্ছপ প্রজাতির একটি প্রাণী নাম “অলিভ রিডলে সি টারটেল” । স্থানীয় ভাষায় একে ব্লাকুড় বলা হয়ে থাকে। ওজন প্রায় মন খানেক। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাড়ইপাড়া বয়াগড়া এলাকায় প্রাণীটিকে দেখতে ভীড় জমিয়েছে দূরদূরান্তের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ইয়ের ছেলে সুজিত বাড়ই সোমবার রাতে রুপনারায়ন নদীতে মাছ ধরার জন্য জাল পেতেছিলেন। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। পরে আবার জড়িয়ে যায়। তার পর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদপ্তরকে খবর দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রায় ৩০ বছর আগেই এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিলো। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভীড় জমাতে থাকে।