প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে কুচকাওয়াজের সামিল জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা

Social

নিউজ সোশ্যাল বার্তা: ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে কুচকাওয়াজ এ অংশগ্রহণ করল পশ্চিমবঙ্গের জাতীয় সেবা প্রকল্পের (এন এস এস )সদস্যরা ।

গত ২রা জানুয়ারি ২০২০ কলকাতার বিধান শিশু উদ্যানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষাদপ্তরে পক্ষ থেকে এই ক্যাম্পের নোডাল অফিসার এবং শিক্ষা অধিকারের অফিসার অন স্পেশাল ডিউটি ডঃ মলয় কুমার মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ৮০ জন সদস্যবৃন্দ কে ।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইড শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয় নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষক এবং এন এস বিভাগের প্রোগ্রাম অফিসার শ্রী দীপ কুমার রায় ও ড: বি অার আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ও এন এস এস বিভাগের প্রোগ্রাম অফিসার ড: পূর্ণিমা মুখোপাধ্যায়কে ।

৫ই জানুয়ারি ২০২০ থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের রাজ্য যুব আবাসে শুরু হয় তাদের আবাসিক প্রশিক্ষণ ।

ভোর ৫টা থেকে শরীরচর্চার মাধ্যমে শুরু হতো তাদের দিনচলা । রাত্রি ৮.৩০মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদের দিন শেষ হতো । এই সময়ের মধ্যেই কঠোর অনুশীলনে মেতে থাকতো ছাত্র-ছাত্রীরা । জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয় প্রশিক্ষণ তখন অবশ্য তাদের ঘুম থেকে উঠতে হতো ভোর ৩ টায় । বাঁকুড়া পুরুলিয়া , নদীয়া ,ঝাড়গ্রাম ,মেদিনীপুর,কোচবিহার,বীরভূম, কালিমপং সহ বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে-মেয়েরা এই ক্যাম্পে যোগদান করতে পেরে খুব খুশি । গত ২৪ জানুয়ারী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তাদের কলকাতা ভ্রমণ করানো হয় । তাদের নিয়ে যাওয়া হয় দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শনে ।

গত ২৬শে জানুয়ারি কলকাতার রেড রোডে ৮০ জনের টিম কুচকাওয়াজে অংশগ্রহণ করে । তাদের কুচকাওয়াজ আগত দর্শনার্থীদের আনন্দে ভরিয়ে তোলে ও তারা করতালির মাধ্যমে অভিনন্দিত করেন।

বিকালে নারায়ণগড় গর্ভমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা রিপাবলিক ডে ক্যাম্প ২০২০ র ক্যাম্প ডিরেক্টর ড: বাদল কুমার জানা মহাশয় সদস্যদের উদ্বুদ্ধ করতে সদস্যদের মধ্যে থেকে প্রোগ্রাম অফিসারদের হাত দিয়ে ৮জন ক্যাম্পের সেরা সদস্যের ক্যাম্পে থাকাকালীন ভালো কাজের জন্য পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করেন । ড: জানা দুজন প্রোগ্রাম অফিসারের হাতে উপহার তুলে দেন । পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সবাইকে শংসাপত্র প্রদান করা হয় । গতকাল সকালে ক্যাম্প শেষে একে একে সবাই যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছে তখন সবার চোখে জল । পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে আসা এই দলের অন্যতম সদস্য অষ্টমী মাহাতো বলল “যদি এই ক্যাম্পে না অাসতাম তাহলে হয়তো আমার কোনদিন কলকাতা দেখাই হতো না ।প্যারেড, নিয়ম কানুন, সবার সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়, সিদ্ধান্ত নেওয়া, অনেক কিছুই শিখলুম কিন্তু আজ চলে যেতে হচ্ছে বড্ড মন খারাপ লাগছে “।

পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত ছেলে-মেয়েদের কলকাতার রেড রোডের মতো জায়গায় কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এর জন্য জাতীয় সেবা প্রকল্পের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয় ।

Leave a Reply