মা হারানো সন্তানের বিশ্বাস সোশ্যাল মিডিয়াই খুঁজে দিতে পারে মাকে

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টেডিয়াম পাড়ার বাসিন্দা দিলীপ পোদ্দার, গত 14 ই মে থেকে মাকে খুঁজে পাচ্ছেন না। স্মৃতিশক্তি সম্পর্কিত চিকিৎসারত 80 বছরের বৃদ্ধা রতন বালা পোদ্দার নিখোঁজ হওয়ার সময় পড়ানো ছিল কমলা পাড়ের সাদা শাড়ি, চুল ছোট করে কাটা গায়ের রং ফর্সা।

নিখোঁজের পর শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জেলার অন্যান্য আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ নেওয়ার পরে 24 ঘন্টা বাদে শান্তিপুর থানায় এসে একটি মিসিং ডায়েরি করেন দীলিপবাবু। তবুও তিনি আত্মবিশ্বাসী সোশ্যাল মিডিয়ার উপর। তিনি অনুরোধ করেন, প্রচুর পরিমাণে শেয়ার করার ফলে তিনি ফিরে পাবেন তার মাকে। তাই আমাদের সংবাদমাধ্যমের পক্ষ থেকেও আপনাদের কাছে অনুরোধ, একটি শেয়ারের ফলে যদি সন্তান তার মাকে ফিরে পায় তার থেকে বড় আর কি হতে পারে?

Leave a Reply