মলয় দে নদীয়া:- এই কোভিড পরিস্থিতিতে দ্রুত ক্লাসরুম ও পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা ও ছাএছাএীদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চালু রেখে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন AIDSO ছাএ সংগঠন।।
বিক্ষোভকারীরা জানান, পানশালা থেকে বাজার – হাট,বাজার – হাট থেকে শুরু করে অফিস,আদালত খোলা সেখানে তাহলে স্কুল খোলা হচ্ছে না কেন এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি নিয়ে ও শিক্ষা ধংসের নীলনক্সা আজ বন্ধ করতে হবে। এছাড়াও করোনা বিধি মেনে স্কুল,কলেজ খুলতে হবে এবং কোনোভাবেই শিক্ষার ধংস করা যাবে না ।
উপস্থিত ছিলেন AIDSO এর ছাএ সংগঠনের সভাপতি সামসুর আলম সহ জেলা নেতৃত্ব ।