তমলুক ব্লকের শ্রীরামপুর গামী রাস্তার দোবাঁন্ধী বাজার এলাকায় রাস্তায় ধ্বস

Social

সোশ্যাল বার্তা : পূর্ব মেদিনীপুর এর তমলুক ব্লকের শ্রীরামপুর গামী রাস্তার দোবাঁন্ধী বাজার এলাকায় রাস্তায় ধ্বস। সকালে কাঁসাই নদীর তীরে এই রাস্তায় হঠাৎই এই ধস নামে। ধসের কবলে বেশ কয়েকটি দোকান।

এলাকাবাসী দের অভিযোগ কাঁসাই নদীর সংস্কারের সময় বেশি করে নদীর ধারে মাটি কাটার ফলে এই ধ্বস। এলাকায় চাঞ্চল্য দেখা যায়।। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিক রা পৌঁছেছেন ।

Leave a Reply