নদীয়ার কৃষ্ণনগরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে ছোটোদের পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে কর্মশালা

Social

সোশ্যাল বার্তা :১২ ই জানুয়ারী বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে নদীয়া জেলার কৃষ্ণনগরে “কৃষ্ণনগর ঐকতান” এর উদ্যোগে ছোটোদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।

জানা যায়, কৃষ্ণনগর ঐকতান সামাজকমূলক কাজের সাথে সাথে ছোটোদের নিয়ে একটি অবৈতনিক পাঠশালার আয়োজন করেছে । যেখানে সপ্তাহে দুদিন ছোটোদের বিনামূল্যে অঙ্কন, যোগ ব্যায়াম শেখানো হয় অভিজ্ঞশিক্ষকদ্বারা। ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এই অবৈতনিক শিক্ষাকেন্দ্রে ছোটোদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়, সমস্ত কোভিড বিধি মেনে।

অঙ্কন শিক্ষক প্রীতম ভট্টাচার্য ও অর্পণ মৌলিক জানান  স্কুল বন্ধ, সারাদিন মোবাইলে এখন ছোটো মন বন্দী।এই ছোটো মনে সৃজনশক্তি বাড়াতেই পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে (যেমন গাছের ডাল,কাগজ,কপড়ের টুকরো) তাদের পুতুল তৈরীর একটি কর্মশালা করা হলো।ছোটোদের হাতের কাজ সবকটি বেশ প্রশংসনীয়”।

কৃষ্ণনগর ঐকতান এর সভাপতি অরিন্দম দেব বলেন ” গত ১০ই জানুয়ারী নেদের পাড়া মোড়ে স্বামীজির মূর্তিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে রং করে আমাদের সংগঠনের সদস্যরা। মহামানবের জন্মদিনে সকালবেলা মাল্যদান করা হয়। করোনাকালীন পরিস্থিতিতে অনেক দিন ধরে বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ। শিশুমনে মোবাইল এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, অভিভাবকরা অতিষ্ট, বাড়ছে আত্মহত্যা ও মোবাইল সংক্রান্ত অপরাধ। পড়াশুনার পাশাপাশি তাদের ব্যাস্ত রাখতেই এই সৃজনশীল পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে এই কর্মশালা। ছোটোরা এই কর্মশালায় অংশগ্রহন করে বেশ খুশী, উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ঐকতান এর সদস্যরাও।

 

Leave a Reply