মলয় দে নদীয়া:- নদীয়া জেলায় এই প্রথম চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং মৃতদেহ সংরক্ষণাগার চালু হলো নদীয়ার নাকাশীপাড়া থানায়। উদ্বোধন করেন নদীয়া জেলা পুলিশ সুপার ঈশানী পাল ও বিধায়ক কল্লোল খাঁ উপস্থিত হয়েছিলেন এডিশনাল এসপি, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ। কোন ক্ষেত্রে মা-বাবা উভয় অথবা একজন দোষী সাব্যস্ত হওয়ার পর কারাবাসের মেয়াদ কালে অসহায় শিশুদের পড়াশোনা এবং অন্যান্য সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করার উপযুক্ত কোন ব্যবস্থা ছিল না নদীয়ায়। আর তাদেরই সুবিধার্থে নাকাশিপাড়া একটি কক্ষে উপযুক্ত রক্ষণাবেক্ষণের পরিবেশ সৃষ্টি করে গতকাল এই ব্যবস্থা চালু হলো বলে জানা গেল প্রশাসনিক সূত্রে।
অন্যদিকে একইভাবে নাকাশিপাড়া থানার মধ্যেই চালু হল একটি মৃতদেহ সংরক্ষণাগার। জেলা সদর এবং মহকুমা হাসপাতালে মর্গের ব্যবস্থা থাকলেও, বিশেষ কোনো ক্ষেত্রে অজ্ঞাতপরিচয় মৃতদেহ খুব বেশি দিন রাখা সম্ভব হতো না, বিশেষত গরমকালে তা পচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু আধুনিক এবং উন্নত মানের বাতানুকূল পরিবেশে এই কক্ষে মৃতদেহ রাখা সম্ভব হবে বেশ কিছুদিন। জেলা পুলিশ এবং প্রশাসনের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।