মলয় দে নদীয়া:- শারীরিক ভাবে বিভিন্ন প্রতিকুলতা থাকলেও তা মনের ইচ্ছার কাছে কিছুই না । তবে আর্থিক প্রতিবন্ধকতা শরীরের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে কখনও কখনও, তবে ভারতীয় জাতীয় ক্রিকেট টিমে অংশগ্রহণ করার স্বপ্ন ওঁদের দুচোখে চোখে, জেলার সীমারেখা পেরিয়ে খেলার টানে ঘুরে বেড়ায় এ মাঠ থেকে ও মাঠ। তাই তো ২৫ শে ডিসেম্বর খ্রিস্টমাস দিবসে একরাশ আত্ম প্রত্যয়কে হাতিয়ার করে ও এবং উন্নততর মানসিকতার উন্মোচন ঘটিয়ে যোগ দিলো বন্ধুত্বপূর্ণ একটি ক্রিকেট প্রতিযোগিতায় ।
গতকাল শান্তিপুর স্টেডিয়াম মাঠ নিকটস্থ সবুজ সংঘ ক্লাবের মাঠে পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলো দুটি দল একটি দিব্যাংঙ্গ ওয়ারিজ অন্যদিকে সবুজ সংঘের অনূর্ধ্ব উনিশ । তবে দিব্যাংঙ্গ টিমের প্রত্যেকেই প্রচন্ড আশাবাদী তাদের জয়ের ব্যাপারে তবে আগামীতে বাংলাদেশে আন্তর্জাতিক খেলার ক্ষেত্রেও এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলনের কাজ করছছে। মুর্শিদাবাদ , হালিশহর , বাঁকুড়া সহ কলকাতার আশপাশের নানা জায়গা থেকে খেলোয়াড় রা আজকে এসেছেন বলেই উক্ত ক্রিড়া অনুষ্ঠানের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিরা জানাচ্ছেন ।
খেলোয়াড়রা জানাচ্ছেন তাদের লক্ষ্য আগামী দিনে রাজ্য স্তরের ও দেশের প্রতিবন্ধী সংগঠনের পক্ষে থেকে ক্রিকেট খেলা । তাই যদিও খেলার অত্যন্ত ব্যয়সাপেক্ষ এই খেলার বিষয়ে সরকারি সাহায্য বা আনুকূল্য থেকে তারা বঞ্চিত এমনটাই জানাচ্ছেন আমাদের সংবাদ মাধ্যমকে তবে বেশ কিছু শুভাকাঙ্খী সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন আর তার ফলেই কিছুটা লক্ষ্যের পথে এগোনো সম্ভব হয়।