সোশ্যাল বার্তা : দেশের সার্বিক বিকাশে যুবক-যুবতীদের ভুমিকা অপরিসীম। ভবিষ্যতে দেশ কিভাবে পরিচালিত হবে তা ঠিক করবে যুব সম্প্রদায় । ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ বিষয়ের উপরে ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে নদীয়া জেলাপরিষদের শহীদ বসন্ত কুমার বিশ্বাস অডিটোরিয়ামে জেলাস্তরীয় একটি ভাষণ (Declamation) প্রতিযোগিতার আয়োজন করে নেহরু যুব কেন্দ্র,নদীয়া (Nehru Yuva Kendra,Nadia) । জেলার বিভিন্ন ব্লক থেকে যুবক-যুবতীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
জানা যায়, জাতীয়তাবাদ, শক্তিশালী ভারত গঠন বা দেশকে এগিয়ে নিয়ে যেতে দেশের সর্বস্তরের যুবক-যুবতীরা কী চিন্তাভাবনা করছেন এবং কিভাবে তা সম্ভব তা জানতেই দেশের সমস্ত জেলায় এই প্রতিযোগিতার আয়োজন।
এছাড়াও জানা যায় জেলা স্তরে যাঁরা প্রথম হবেন, তাঁরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন । সেখানে সফল প্রতিযোগীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন । জাতীয় স্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে দু’লাখ, এক লাখ ও ৫০ হাজার টাকা পুরস্কার পাবেন ।
নেহরু যুব কেন্দ্রে, নদীয়া জেলার যুব অধিকারী (District Youth Officer) রিজবী সাহনাজ রহমান জানান ” নেহরু যুব কেন্দ্র নদীয়া জেলার তরফে জেলাস্তরীয় অলংকৃত ভাষণ (Declamation) প্রতিযোগিতার আয়োজন করা হয় । জেলার হরিণঘাটা, কৃষ্ণনগর-১, নাকাশিপাড়া সহ বিভিন্ন ব্লকের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন নন্দিনী ঘোষ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুজিত কুমার ঘোষ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ঋষি রাজ রায়”।
প্রতিযোগিতার শেষে বিচারকগণ সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র এবং ট্রফি তুলে দেন। এছাড়াও জেলাস্তরীয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিরীদের যথাক্রমে ৫০০০, ২০০০ ও ১০০০ টাকা প্রদান করা হয়।