নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার তেহট্ট থানার বেতাইয়ের বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া একটি ছোট্টো গ্রাম নফরচন্দ্রপুর। এটি একটি আদিবাসী গ্রাম । এই আদিবাসী গ্রামের মানোন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেতাই -এরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা “আর্যাবর্ত” । এই পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের উন্নয়নের জন্য সারাবছর পড়াশোনা, ছবি আঁকা এবং সামাজিক কার্যকলাপ করে থাকে সংস্থাটি ।
(চলছে অংকন ক্লাস )
গত ১৪ই ডিসেম্বর ছিল সংস্থার সদস্য সুজনের জন্মদিন। বন্ধুরা আবদার করেছিল সুজনের কাছে খাওয়ানোর জন্য । নাছোড়বান্দা সুজন বলেছিল খাওয়াবো তবে আমার আরো যারা বন্ধু আছে সবাই মিলে একসঙ্গে খাবো । নিজের জন্মদিনের দিন ক্লাস না থাকায় সকল কচিকাঁচারা অনুপস্থিত থাকবে ভেবে সেদিন জন্মদিনটা পালনই করেনি সুজন । গতকাল ছিল ১৬ই ডিসেম্বর সোমবার ও ছবি আঁকার ক্লাস । বন্ধুদের নিয়ে সুজন হাজির নফরচন্দ্রপুর ।
গতকাল মাঠেই পালন হয় সুজন এর জন্মদিন । সুজন এর পক্ষ থেকে গ্রামের কচিকাঁচাদের করানো হয় মিস্টিমুখ। উপস্থিত ছিলেন অংকন শিক্ষক ও আর্যাবর্তের সদস্য মনোজ বিশ্বাস।
কিছুদিন আগে এই সুজন অধিকারী খবরের শিরোনামে এসেছিলেন- নদীয়া জেলার বেতাই থেকে উড়িষ্যার পুরী পর্যন্ত সাইকেল চালিয়ে সাধারণ মানুষের মধ্যে “রক্তদানের বার্তা” পৌঁছে দিয়ে । এই প্রসঙ্গে সুজনের বক্তব্য, ইচ্ছা তো থাকে অনেক কিন্তু সামান্য কম্পিউটার অপারেটর আমি সামান্য আয়। সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করি । সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই ।