বন দপ্তরের প্রচেষ্টায় উদ্ধার হল বিভিন্ন প্রজাতির টিয়া পাখি

Social

মলয় দে নদীয়া;-মঙ্গলবার দুপুরে নবদ্বীপ শহরের ব্যস্ততম এলাকা পোড়ামাতলায় বন দপ্তরের হানায় আটক হলো বিভিন্ন প্রজাতির বারোটি টিয়া।

ওই অঞ্চলে গোপনে বিক্রয় হতো বিভিন্ন প্রজাতির পাখি। মূলত এলাকার সমাজকর্মী, এবং শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষের প্রচেষ্টায় আজ উদ্ধার হয়।

পাখির দুই বিক্রেতা বেশ কিছু পাখির নিয়ে চম্পট দেয়। বনদপ্তর এর পক্ষ থেকে শতদল ঘোষ এর হাতে তুলে দেওয়া হয় পাখি গুলিকে। আপাতত প্রাথমিক চিকিৎসার পর, বেথুয়াডহরি অভয়ারণ্যতে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply