মলয় দে নদীয়া:- একের পর এক সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত পথচারীরা, রাস্তার বেহাল দশা এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালক এবং আরোহী, বেপরোয়া গতি এবং তীব্রযানজট এর পেছনে অনেকটাই দায়ী, আর তাতেই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। যদিও প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে সারা বছর পূর্বঘোষিত নানান কর্মসূচি নেওয়া হয়ে থাকে।
নবদ্বীপ স্টেশন সংলগ্ন ব্যাদরাপাড়া গুমটি এলাকায় নবদ্বীপ থানার পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়েই মঙ্গলবার বিকেলে শুরু হলো জোরদার নাকা চেকিং। সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ডিএনটি শুভাশিস চৌধুরী, ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ চ্যাটার্জী সহ নবদ্বীপ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন বিকেলে সেখানে দেখা গেলো মোটর বাইক আরোহীর হেলমেট এবং বাইকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদেরকে স্পট ফাইন করা হয়। পাশাপাশি সমস্ত বাস থেকে শুরু করে লরি, মারুতি সহ বিভিন্ন গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করাও হয়। জানা যায়, আজ বুধবার নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত মানুষকে সচেতন করতে সকাল এগারোটা থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ রেলি করা হবে বলে জানা যায়। নবদ্বীপ থানার পুলিশের এহেনও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি সমস্ত সাধারণ মানুষ।