মলয় দে, নদীয়া:- আজ কুরবানির ঈদ, অহংকার দম্ভ, ঔদ্ধত্য, ঈর্ষা , হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার পবিত্র সম্পর্ক তৈরি করার। করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থাতে এর আগেও সাদা কালো হয়ে গেছে বেশ কয়েকটি উৎসব! তবে শিশুদের মনে আঘাত না ফেলার কারণে প্রায় প্রতিটি পরিবার কোনো মতে পালিত হতো দেখা গেল ঈদ। রংবেরঙের ছিকলি টাঙাতে কোথাও বা মেয়েদের হাতে মেহেন্দি পরার আনন্দে মেতেছিলো গতকাল।
আজ সকালে সকাল সাড়ে ছটার সময় প্রথম কুরবানীর ঈদের নামাজ পড়া দিয়ে শুরু হয় মোট পাঁচ ওয়াক্ত নামাজ চলবে সারাদিন ধরে। তবে সরকারি নির্দেশ কে মান্যতা দিয়ে বিভিন্ন মসজিদে ৫০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন বলে জানানো হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে।
অন্যদিকে শিশু এবং মহিলারা বাড়িতেই নামাজ পাঠ করলেন। এখনো খোলেনি পার্ক! তাই শিশুদের আনন্দের ঘাটতি লক্ষ্য করা গেছে। তবে হোটেল-রেস্তোরাঁ, বা বাড়িতে শিমুই , মাংস বা অন্যান্য নানান রকমের রান্নার তোড়জোড় চলছে সব জায়গায়।