সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার উত্তর মেচোগ্রাম গ্রামবাসী সহ হনুমানজীউ কমিটি যৌথ উদ্যোগে মানুষের দুরবস্থা কাটাতে হোমযজ্ঞ করল।
বিশ্বমানব কল্যানের পাশাপাশি গ্রামের উন্নয়নের স্বার্থে যজ্ঞ করেন। করোনা মহামারী যে ভাবে গ্রাস করে চলেছে গোটা বিশ্ব, একপ্রকার তাঁর কারনে স্তব্ধ গোটা বিশ্ব, মৃত্যু মিছিল কাতারে কাতারে বাড়ছে, এমন মহামারীর থেকে মানুষকে রক্ষা করার জন্য বিশেষ যজ্ঞ করেন তাঁরা।এই যোগ্য করতে আসেন। বিশ্ব বৈদিক যোগাশ্রম প্রধান শিক্ষক তথা বেদ বিশারক অরুময় মুখোপাধ্যায়।পাশাপাশি স্থানীয় আশাকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন
হনুমানজিউ কমিটির কোষাধক্ষ্য সুজয় চক্রবর্তী,সম্পাদক স্বরূপ মাইতি,সভাপতি চন্ডী মন্ডল,মানস মোদক ,এছাড়াও উত্তর মেছোগ্রাম গ্রামের সেক্রেটারি অমল দাস,দুজন পঞ্চায়েত মেম্বার অমিত রাউত ও মলয় দাস,গ্রামের সভাপতি রেবতী সেন,সুমন দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।