দেবু সিংহ,মালদা: করোনার টিকা করনের প্রথম থেকে মালদা জেলার মধ্যে মানিকচক ব্লক শীর্ষস্থান অধিকার করে রেখেছে। মানিকচক ব্লক জুড়ে প্রতিটি বুথ ও সাবসেন্টার গুলিতে চলছে রমরমিয়ে টিকা করনের কাজ চললেও বেশ কিছু এলাকায় টিকাকরনের গতি প্রচন্ড শ্লথ।বিশেষত মুসলিম অধ্যুষিত কিছু এলাকায় টিকা করন একেবারে হচ্ছেনা বললেই চলে।সারাদিন সাবসেন্টার গুলিতে স্বাস্থ্যকর্মীরা বসে থাকলেও দেখা মিলছেনা টিকা গ্রহণকারীদের।আর এতেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।আর এরকমটা চলতে থাকলে মানিকচক ব্লক জুড়ে কখনই একশো শতাংশ টিকাকরনের কাজ সম্ভব হবেনা।আর এই সমস্যা দূর করতে অভিনব পদ্ধতি অবলম্বন মানিকচক ব্লক প্রশাসনের।সোমবার মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল মানিকচকের বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জেমদের নিয়ে সভা।
টিকাকরনের গুরুত্ব বোঝাতে এবং এলাকার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এই সভার আয়োজন।মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ন ঝা জানান,কুসংস্কার বা কোরোনা সম্পর্কে অপপ্রচারের কারনে কিছু কিছু এলাকার সাধারণ মানুষ টিকাকরনে আগ্রহী নন।আর টিকাকরনে উদ্বুদ্ধ করতেই এই সভার আয়োজন।আমরা আশা করি এই সভায় উপস্থিত বিভিন্ন এলাকার ইমাম মোয়াজ্জেম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা সাধারণ মানুষকে টিকাকরনে সার্থকতা বোঝাতে সক্ষম হবেন এবং আমরা একশো শতাংশ টিকাকরনের লক্ষে পৌঁছতে পারবো।সভায় উপস্থিত ইমাম মোয়াজ্জেমরাও জানান তারা এলাকায় টিকাকরনের সার্থকতা নিয়ে প্রচার চালাবেন। এমনকি প্রতিটি মসজিদে জুম্মার নামাজের পর টিকাকরনের সার্থকতা সম্বন্ধে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবেন ইমামরা।