মলয় দে নদীয়া:- রাজ্য সরকারের পাওয়া স্কচ অ্যাওয়ার্ড নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পয়সা দিয়ে পাওয়া যায় বলে যে মন্তব্য করেছেন,সে বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করেছেন। সেই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন,’ বিজেপি শাসিত রাজ্যও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে তারাও কি পয়সা দিয়ে পেয়েছে? রাজ্যের সাফল্যকে ছোট করা উচিত নয়।’ মঙ্গলবার থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খোলার ব্যাপারে ব্রাত্য বসুর মন্তব্য রয়েছে,’দুইটি স্কুলে হয়তো কিছু সমস্যা রয়েছে। জেলার জেলাশাসক স্কুল পরিচালকদের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং হয়েছে। সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। তবে তা নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরও উদ্বেগের কোন কারণ নেই।’ নদীয়ার কল্যাণীতে মঙ্গলবার দুপুরে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিয়ে পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ১৮ বছর বয়সের নিচে ভ্যাকসিন দেওয়া নিয়ে তিনি অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকার করোনা প্রতিষেধক ভ্যাকসিন বন্টন নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। বিজেপি শাসিত রাজ্য গুলিকে যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে ,তার চেয়ে অনেক কম দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গকে। অথচ সব রাজ্যের মানুষের বাঁচার অধিকার রয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের একমাত্র বিজেপি বিরোধী মুখ বলে এখানকার মানুষদের উপর রাগ করে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছে না। এটা বাংলার মানুষ কেন সারা ভারতের মানুষও ভালো চোখে দেখবে না।