রাজ্যে ২৫ শতাংশ কমছে বিলিতি মদের দাম ! মহুয়ার রসে সমৃদ্ধ “মহুল” মিলবে মাত্র ২৮ টাকায়

News

মলয় দে নদীয়া:- সূরা প্রেমীদের জন্য আগামী মঙ্গলেই হতে চলেছে মঙ্গল। রাজ্যের রাজস্ব আদায়ের অন্যতম উৎস হচ্ছে এই মদ বিক্রি। এবার পুজোতেও চার দিনে ১০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছিল বাংলায়। মদ বিক্রির শীর্ষে ছিল দুই মেদিনীপুর। তবে নতুন দামের জন্য কি রাজ্যের কোষাগারে টান পড়বে? এ ব্যাপারে আবগারি দফতরের বক্তব্য হল, একেবারেই তা হবে না। বরং এক ধাক্কায় দাম অনেকটা কমে যাওয়ায় মদ বিক্রিও হুহু করে বাড়বে। যা কোষাগারকে পুষ্ট করবে।

রাজ্যে মদের দাম কমার ইঙ্গিত বাস্তবায়িত হতে চলেছে আগামী ১৬ ই নভেম্বর। রাজ্য সরকারের আবগারি শুল্ক কমানোর জন্য এক ধাক্কায় ২৫ শতাংশ দাম কমছে বিলিতি মদের। ১০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত কমতে পারে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার বোতলের দাম।

আফগারি দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েয় দিয়েছে দাম কমছে বিয়ারের বোতল ও ক্যানেরও।
রয়্যাল স্ট্যাগ- ছিল ৯৮০ টাকা – মঙ্গলবার থেকে হচ্ছে ৭১০ টাকা রয়্যাল চ্যালেঞ্জ- ছিল ১০০০ টাকা – হচ্ছে ৭৩০ টাকা ম্যাকডয়েল রাম- ছিল ৬৪০ টাকা – হচ্ছে ৫৪০ টাকা ব্লেন্ডার্স প্রাইড- ছিল ১৩৫০ টাকা – হচ্ছে ৯২০ টাকা অ্যান্টিকুইটি ব্লু- ছিল ১৬১০ টাকা – হচ্ছে ১২০০ টাকা।
এখানেই শেষ নয়, কিছু বিলম্ব হলেও আগামীতে সূরা প্রেমীদের জন্য থাকছে আরো সুখবর।
জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ ‘মহুল’। নতুন এই ব্র্যান্ডের বাংলা মদের ৩০০ মিলিলিটার বোতলের দাম ২৮ টাকা। শুধু দাম কম নয়, মানেও নাকি মদ্যপায়ীদের কাছে আকর্ষণীয় হতে পারে ‘মহুল’। এমনটাই আশা করছে রাজ্যের আবগারি দফতর।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এখন ওই মদ তৈরি শুরু হয়েছে। যারা তৈরি করছে, তার মধ্যে অন্যতম বীরভূমের আহমেদপুরের এসকেডি নামে এক সংস্থা। ৭০ ডিগ্রির এই দিশি মদে অ্যালকোহলের পরিমাণ থাকবে ১৭.১ শতাংশ।
উৎপাদন শুরুর পাশাপাশি কোথাও কোথাও ডিলারদের কাছেও পৌঁছে গিয়েছে নতুন ব্র্যান্ডের দিশি মদ।
আশা করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই শীতেই রাজ্যে এই মদ পাওয়া যাবে।
দুর্গাপুজো কালীপুজো ছট জগদ্ধাত্রী প্রায় সকল উৎসব শেষে এমন সিদ্ধান্তে মাথায় হাত দোকানিদের। উৎসবকে কেন্দ্র করে তাদের স্টক বাড়িয়ে রেখেছিলেন, দাম কমে যাওয়ার পর ওল্ড স্টক লস করে বিক্রি ছাড়া কোনো উপায় নেই।তবে

নতুন দামের হারে বিক্রেতাদেরও লভ্যাংশ বাড়বে বলে জানা গিয়েছে আবগারি দফতর সূত্রে। পাইকারি বিক্রেতারা ৩ শতাংশ ও খুচরো বিক্রেতারা ৭ শতাংশ লাভ করবেন বোতল পিছু। তবে সাধারণ মানুষের দাবি মদের মতই কমুক পেট্রোল-ডিজেলের দামও।

Leave a Reply