অসাধারণ তাঁত শিল্পের জন্য পদ্মশ্রী পেলেন নদীয়ার ফুলিয়ার বীরেন বসাক

News

মলয় দে নদীয়া:-হ্যান্ডলুমকে বাঁচাতে গেলে পাওয়ার লুম বন্ধ করতে হবে। এমনই দাবি করলেন বাংলার তাঁত শিল্প জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তি নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার বীরেন বসাক।সদ্য তিনি ভারত সরকারের পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন।গত ৯ নভেম্বর দিল্লির রাজভবনে রাষ্ট্রপতির হাত থেকে তিনি তিনি পুরস্কার তুলে নিয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলার জামদানি শাড়িতে মোদিকে জনতার সামনে ভাষণ দেওয়া অবস্থায় ছবি, তাঁতে হাতেবুনে একটি শাড়ি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বীরেন কুমার বসাক। সম্প্রতি তিনি ফুলিয়ার বাড়িতে ফিরেছেন। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,’ এর আগে আমি মুখ্যমন্ত্রীকে প্রায় এই ধরনের একটি শাড়ি উপহার দিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তার ভাষণ দেওয়া অবস্থার ছবি সম্বলিত একটি শাড়ি তুলে দেবার ইচ্ছা আমার খুব ছিল। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমি চাই আগামী দিনে বাংলার তাঁত শিল্পকে বাঁচাতে ভারত সরকার বিশেষ উদ্যোগ নিক। পাওয়ার লুম কে বন্ধ করা না গেলেও পাওয়ার লুমের তৈরি শাড়ি সাধারণ ক্রেতা যাতে না ঠকেন,তার জন্য স্ট্যান্ড মেরে বিক্রি করার দাবি রাখছি।

সব রকম উৎপাদন হোক তবে মুড়ি মিছরি এককরলে ব‍্যবসা নষ্ট হবে,ক্ষতিগ্রস্ত হবে।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীরেন বসাকের অনন্য উপহার পেয়ে টুইট করে সকল ভারতবাসীকে জানিয়েছেন,’ বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদীয়ার অন্তর্গত। তিনি একজন স্বনামধন্য তাঁতি। তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের সাথে মতবিনিময়কালে তিনি আমার কাছে এমন কিছু উপস্থাপন করেন,যা খুব পছন্দ করি।’

Leave a Reply