নবদ্বীপে জলমগ্ন ফরেস্টডাঙ্গার বিস্তীর্ণ এলাকা থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রশাসনের

News

মলয় দে, নদীয়া:- ভাগীরথী নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় জলমগ্ন নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরেস্টডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। প্রায় ১৪ টি পরিবারকে নিরাপদ জায়গায় সরালো প্রশাসন। নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ফরেস্টডাঙ্গা গ্রামে সেখানেই বসবাস করেন প্রায় শতাধিক মানুষ। জলাধার থেকে বিভিন্ন সময়ে জল ছাড়ার ফলে ক্রমশ চৈতন্য ভূমি নবদ্বীপ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীর জলস্তর ক্রমশ বাড়ছে প্রতিদিনই। ফলে নবদ্বীপ ব্লকের বাহিরচরা থেকে শুরু করে মহিশুরা গ্রামের একাধিক জায়গায় জলমগ্ন হওয়ার পর অবশেষে মাজদিয়া পানশিলা ফরেস্টডাঙ্গা গ্রামের সেখানে ১৪ টি পরিবারকে নিরাপদ স্থানে ফরেস্টডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে সরিয়ে নিল ব্লক প্রশাসন। বন্যাপীড়িতরা জানান, তেমন কোন কাজকর্ম নেই। বাচ্চাদের নিয়ে ভীষণ অসুবিধার মধ্যে রয়েছেন। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান ।

Leave a Reply