চীনা টুনি লাইট কে দূরে সরিয়ে প্রদীপ বেঁচে স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিপুর আর্টিসান ওমেন্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সদস্যারা

News

মলয় দে, নদীয়া:- আজ থেকে বছর চারেক আগে এই রকমই এক দীপাবলীর প্রাক্কালে শান্তিপুরের বেশকিছু মহিলা প্রদীপ বিক্রি করে দারিদ্রতার অন্ধকার দূর করার শপথ নিয়েছিলেন। পরবর্তীতে মাটির গয়না ,মাটির ঘর সাজানোর জিনিস দৈনন্দিন বাসনপত্র এবং ভেষজ সাবান তেল বিভিন্ন ডালের বড়ি বিক্রি যেমন ভালো তেমনি বাড়ল সদস্যা সংখ্যা। স্থানীয় বিডিও অফিসের সহযোগিতায় তৈরি হলো সমবায়। পথের পাশে মজা করে সকলেই নতুন ব্যবসায় সময় এবং শ্রম দেয়। সমবায় পক্ষ থেকে মোহর বিশ্বাস জানান, বিভিন্ন সরকারি মেলায়, বেসরকারি সংস্থায় এমনকি মহানুভব বেশ কিছু মানুষের আন্তরিকতায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ব্যবসা। হালফ্যাশনের নিত্যনতুন মাটির প্রদীপের ব্যবহার বেড়েছে ইদানিং। তার ফলে জেলা পেরিয়ে বিভিন্ন ভাঁটিতে অর্ডার দিয়ে কালীপুজোর একমাস আগে থেকে মজুদ করেন তারা।

তবে সম্প্রতি চীনা টুনি লাইটের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞার সাথে তারাও মানুষের সচেতনতা ফেরাতে চেষ্টা করছেন বলেই দাবি সমবায়ের।

Leave a Reply