দুয়ারে চা !  নদীয়ার শান্তিপুরের অলিগলিতে মিলছে এই সুবিধা 

News

মলয় দে, নদীয়া :  দুয়ারে চা ! ভাবছেন সরকারি প্রকল্প তাই তো ? না সেটা একেবারেই নয় , করোনা পরিস্থিতির আগে তাঁতের কাজ করতেন নদীয়ার শান্তিপুর কলাবাগান পাড়া নিবাসী অক্ষয় হালদার, কিন্তু বর্তমান লক ডাউনের প্রেক্ষাপটে কাজ হারিয়ে পাড়ায় পাড়ায় গরম চা বিক্রি করে বেড়াচ্ছেন অক্ষয় হালদার ।

সাদা গেঞ্জির ওপর বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে ” দুয়ারে চা ” , কথোপকথনের মাধ্যমে জানা গেলো তাকে এই কাজে সহায়তা করেছেন তার বন্ধুবান্ধবেরা , তারাই তাকে বলেছেন গেঞ্জিতে এই ভাবে দুয়ারে চা নামক শব্দটি লিখে চা বিক্রি করতে বেরোতে । কথোপকথনের সূত্রে জানা গেলো শান্তিপুরের যে প্রান্ত থেকেই তিনি ফোন পাবেন চায়ের জন্য সেখানেই সাথে সাথে গিয়ে ফ্লাস্ক ভর্তি গরম চায়ের যোগান দিয়ে আসেন। শুধু চা নয় , সাথে থাকে বিস্কুট , লেবু , বিড়ি , সিগারেট , খৈনি প্রভৃতির মত সরঞ্জাম॥ তবে চায়ের দাম সামান্য মাত্র তিন থেকে চার টাকা। লক ডাউনের ফলে জীবন যাপনের পরিবর্তন হয়ে গেলেও বর্তমানে এই ” দুয়ারে চা ” নামক বিষয়টি তাকে ও তার পরিবারকে বাঁচিয়ে রেখেছে — এমনটাই জানালেন শান্তিপুর কলাবাগান পাড়া নিবাসী পেশায় চা বিক্রেতা অক্ষয় হালদার।

Leave a Reply