সোশ্যাল বার্তা: ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা ।
আজ ভাইফোঁটা বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ বছরের পর বছর ভাইফোঁটা চলে আসছে ঐ দিনটির জন্য অপেক্ষা করে থাকে ভাইরা। ভায়েদের জন্য চলে বোনেদের মঙ্গল কামনা।
সেই মতো আজ গন ভাইফোঁটার আয়োজন করলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১নম্বর ব্লকের সর্যোদয় সংঘ। ঐ সংস্থার উদ্যোগে আজ প্রায় ৩০০ জন মহিলা ভাইদের ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করলেন। শুধু ফোঁটা দেওয়া নয় চলে মিষ্টি মুখ। ভাইয়েরাও বোনেদের হাতে উপহার তুলে দেয়।
উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পীযূষ পন্ডা।