হাইকোর্টের নির্দেশ মেনেই নদীয়ার নবদ্বীপে রাস উৎসব পালন হবে বললেন পুলিশ সুপার

Social

মলয় দে নদীয়া:- আসন্ন নবদ্বীপের রাস যাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ থানা, কৃষ্ণনগর পুলিশের পক্ষ থেকে সমন্বয় সভার আয়োজন করা হয়। বুধবার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নবদ্বীপ থানা, কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে নবদ্বীপের রাস যাত্রা উৎসব উপলক্ষে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের জেলা পুলিশের পুলিশ সুপার ঈশানী পাল, ছিলেন ডিএসপি ডিএনটি, ছিলেন নবদ্বীপ ধাম স্টেশনের জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রদ্যুৎ ঘোষ, ছিলেন নবদ্বীপ ধাম স্টেশনের স্টেশন ম্যানেজার, এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা, ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের প্রাক্তন কাউন্সিলর গণ সহ নবদ্বীপের রাসের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। এদিনের এই রাস যাত্রা সমন্বয় সভায় নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা বাজনা প্রসঙ্গে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখলেন, প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে এবং কোভিড বিধি মেনে প্যান্ডেলের পাশে ঘেরাও করা জায়গার মধ্যে ৫ থেকে ৭ জনের বাজনদার থাকবে এবং সেখানেই তাঁরা বাজনা বাজাবে।

তবে এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, কোভিড বিধি কে মান্যতা দিয়ে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই রাস উৎসব পালন করা হবে।

Leave a Reply