মলয় দে নদীয়া :- ভুত চতুর্দশী । অর্থাৎ প্রত্যেকের ঘরে চোদ্দো শাক ও চোদ্দো প্রদীপ জ্বালানো র এক বিশেষ দিন । প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনটি আমাদের প্রত্যেকের জীবনে ১৪ টি পূর্ব পুরুষদের উৎসর্গ করা হয় । প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে আমাদের পূর্ব পুরুষরা মর্ত্যে আসেন , আবার প্রচলিত ধারণা অনুযায়ী এই ১৪ পুরুষ জল ,মাটি ,বাতাস এবং অগ্নির সাথে মিশে রয়েছেন । আর সেই কারণেই মাটির মধ্যে জন্মানো ১৪ টি শাক খেয়ে ১৪ পুরুষদের উৎসর্গ করা হয় এই বিশেষ দিনটি । অন্যদিকে পুরান মতে ভুত চতুর্দশী র রাতে শিব ভক্ত বলি রাজা মর্ত্যে আসেন পুজো নিতে , সঙ্গে আসেন তার অনুচর ভূতেরা । চতুর্দশী তিথির ভরা অমাবস্যায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে ।
রাজার অনুচরেরা বাড়িতে ঢুকে না পড়েন তার ব্যাবস্থায় করা হতো প্রাচীন কালে । আর মূলত সেই কারণেই বাড়ির চতুর্দিকে চোদ্দো প্রদীপ জ্বালানো র রীতি বিরাজমান । তবে চতুর্দশী র দিন যে চোদ্দো টি শাক খাওয়া হয় সেগুলো হলো — ওল, কেউ, বেতো , সর্ষে , কলকোশুন্দে , জয়ন্তী , নিম , হেলেঞ্চা , শাঞ্চে , গুলোনচো, পলতা, ভাঁট পাতা , গুলফা এবং শুশুনি । আবার আয়ুর্বেদ মতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী চৌদ্দটি শাক হলো পালং , লালশাক , সুশুনি , কুমড়ো , পাট শাক, মেমি , ধনে , পুঁই , নোটে , মুলো, কলমি , গিমে, সর্ষে এবং লাউ ।