নদীয়ায় শারদোৎসবে প্রতিভাবান শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী ও শিল্পকর্ম বিক্রির উদ্যোগ

News

মলয় দে, নদীয়া:- প্রথাগতভাবে যারা নির্দিষ্ট কোন শিক্ষকের কাছে শেখে না অথচ প্রতিভা আছে এমনই ৪৫জন সদস্য মিলে গঠন করেন আঁকিয়েদের আসর! যার উদ্যোক্তা নৃত্যশিল্পী দেবপ্রিয়া দালাল।

দীর্ঘ করোনার দমবন্ধ পরিবেশ কাটিয়ে আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে আজ শুক্রবার থেকে তিন দিন ধরে শুরু হলো চিত্র এবং হস্তশিল্প প্রদর্শনী। এই উপলক্ষে আজ ভোরে শান্তিপুর কলাতীর্থর সামনের রাস্তায় আলপনা অংকন, সন্ধ্যায় ঢাক বাজানো, ধুনুচি নাচে মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়। শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে। এছাড়াও শান্তিপুরের বিভিন্ন স্তরের বিশিষ্টজনের আগমন ঘটেছিলো উদ্বোধন উপলক্ষে। সন্তু বিশ্বাস, প্রদীপ ব্যানার্জি ,নীনা কাষ্ঠ, স্বাগতা নন্দী, বিশ্বজিৎ প্রামানিক এরকম বহু প্রতিভাবান শিল্পী তাদের শিল্পকর্ম প্রদর্শন করে এই প্রদর্শনীতে।

উদ্যোগী দেবপ্রিয়া দালাল জানান, আঁকা ছবি শুধুমাত্র প্রদর্শনীর জন্য, অলংকার , বস্ত্র, ঘর সাজানো নানান শিল্পকর্ম বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে যার প্রাপক শিল্পী নিজেই।

Leave a Reply