রমিত সরকার,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণনগরে ক্রিয়েটিভ আর্ট স্কুলের উদ্যোগে রবিবার একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়। সেখানে ওই আর্ট স্কুল সহ অন্যান্য স্থানের কিছু অংকন শিক্ষার্থীরা তাদের ইচ্ছেমত দেবী কালীর খাড়া তৈরি করে ও পরবর্তীকালে তা একের পর এক সুসজ্জিত ভাবে সাজানো হয়।
এই কর্মকাণ্ড সঙ্গে যুক্ত ছিলেন। ওই আর্ট স্কুলের অধিকর্তা রাহুল কুন্ডু, প্রানবেন্দু ভৌমিক,তারুনিতা হালদার সহ প্রমুখ চিত্রশিল্পী ।
রাহুল কুন্ডু জানান ,তিনি ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট বর্তমানে উৎকল ইউনিভার্সিটি অফ কালচার থেকে আর্টিস্ট্রি এ স্নাতকোত্তর পাঠরত । আঁকতে ভালো লাগতো তারপরে আট কলেজ থেকে পাস করবার পর মনে হলো তিনি যে শিক্ষাটা পেয়েছিলেন আরো অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সেখান থেকে ভাবনা এই ক্রিয়েটিভ আর্ট স্কুল তৈরি করা।
তিনি আরও বলেন “এই বছরই প্রথম আমরা এই স্কুলে ওয়াকসপ করলাম আমার সহযোগী হিসেবে প্রণবেন্দু ভৌমিক ও তারুনিতা হালদার কে আমার পাশে পেয়েছি আশা করি এরকম ওয়ার্ক শপ আরো আমরা করতে পারবো ভবিষ্যতে, কালীর খাড়ার উপরে বিভিন্ন ধরনের ছবি এঁকে বাচ্চা স্টুডেন্টদের দিয়েই ওয়াকসপ টা করানো হয়েছে।