মলয় দে নদীয়া :- ১১ ই নভেম্বর, জাতীয় শিক্ষা দিবস (National Education Day)। প্রতিবছর ১১ ই নভেম্বর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবদুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে এই দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জাতীয় শিক্ষা দিবস পালনের কথা ঘোষণা করে।
কিন্তু বিগত দুই বছর ধরে, করো না পরিস্থিতির কারণে শিক্ষাদান প্রক্রিয়া সম্পূর্ণ ব্যাহত। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিশবাঁও জলে। বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামোর এবং ছাত্র-ছাত্রীদের পারিবারিক অর্থনৈতিক কারণে অনলাইনে পড়াশোনা প্রায় অসম্ভব তা অনুভব করেছেন তারা নিজেরাই। তবুও এই পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার, সারা রাজ্যে ১৪০০০ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ৬৩৬ টি মাদ্রাসায় দ্বাদশ শ্রেণীতে ক্লাসে পড়ুয়া ১০ লক্ষ ছাত্র-ছাত্রীদের নগদ ১০ হাজার টাকা তাদের একাউন্টে প্রদান করেছেন ট্যাব বা এন্ড্রয়েড মোবাইল কেনার জন্য। কিন্তু অভিভাবকদের দুশ্চিন্তা এর ফলে ছাত্র-ছাত্রী উপকৃত হলেও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে ক্রমশ।
তবে বিলম্বে হলেও, আগামী ১৬ ই নভেম্বর খুলছে বিদ্যালয়গুলি। অনেক অভিভাবকই মনে করছেন ছাত্রছাত্রীদের জীবন আবার ছন্দে ফিরে আসবে ।