সাউতানচকে কোজাগরী লক্ষ্মীপুজোতে থিমের বাহার

News

সোশ্যাল বার্তা: দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতেন আপামর বাঙালি, মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকেন।

তমলুক শহর থেকে ময়না এবং টেংরাখালিগামী রাজ্য সড়কের সংযোগ স্থলে রয়েছে সাউতানচক্ বাজার। জনবহুল এই এলাকায় দুর্গা পূজা হলেও
স্থানীয় বাসিন্দাদের কাছে প্রধান আকর্ষণ সার্বজনীন লক্ষ্মী পূজা। উত্তর সাউতানচক ফালেশ্বর জীউ বাজার উন্নয়ন কমিটি তাদের পূজো ১৭ তম বর্ষে পদার্পণ করেছে। থিমের সমাহারে সাজিয়ে তোলা হয়েছে পূজো মন্ডপ। করোনা আবহের কারণে পূজোর বাজেট কাটছাঁট করে আড়াই লক্ষ টাকা করা হয়েছ বলে জানান বাজার কমিটির অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র বাগ। তিনি আরো বলেন, কোভিডবিধি মাথায় রেখে দর্শণার্থীদের জন্য মাক্স এবং সেনিটাইজার ব্যবস্থা করা। মেলা চলবে ৫দিন ধরে।

Leave a Reply