সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার মাঠে ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের চতুর্থীতে দুর্গাপুজোর ফিতা কেটে উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুন কুমার মাইতি। এই পুজো ৪০বছরে পদার্পণ করল। উপস্থিত এগরার পৌর প্রশাসক স্বপন নায়েক।
এগরার ফ্রেন্ডস রিক্রিয়েশন ক্লাবের পূজা এবছর চল্লিশ বছরে পদার্পণ করেছে, সে কারনে গত বছর গুলির ন্যায় এবছর তেমন সাড়ম্বরে পূজা না করলেও । সাবেকি পূজা হবে এগরার এই ক্লাবে। তবে একটা মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হয়েছে।
যাঁর বাজেট ৮ লক্ষ টাকা। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে এই ক্লাব বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবে ত্রান নিয়ে। তাঁর পাশাপাশি কোভিড বিধি মেনে দুর্গা পূজার আয়োজন হবে। মন্ডপে থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা এবং তাঁর সাথে মাস্ক পরে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে পারবে প্রতিমা দর্শনার্থীরা।
দর্শনার্থীদের জন্য ভোগের প্রসাদ হিসেবে পায়েস এবং খিচুড়ি বিতরন হয়। পাশাপাশি দুঃস্থ মানুষদের হাতে বস্ত্রও তুলে দেওয়া হবে।