ত্রিশূলের বদলে ভ্যাকসিন হাতে মা দুর্গা, অসুরের ভূমিকায় করোনা

News

তমলুকঃ গত কয়েক বছরে নভেল করোনাভাইরাস যেভাবে মানবজীবনে গ্রাস করেছে তাতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। পূজা পাঠ থেকে কর্মক্ষেত্র সমস্ত কিছুই করোনা জেরে বদলে গিয়েছে সারা বিশ্ব করোনা আতঙ্কে যুবু থুবু। করোনা কেড়ে নিয়েছে বহু প্রাণ। এমন পরিস্থিতিতে এবার প্রতিমাতেও করোনার থিম।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সোনাপেত‍্যা টোল প্লাজার কাছে জাতীয় সড়কের ধরে অভিনব ভাবে গড়ে উঠেছে দুর্গা প্রতিমা। যেখানে হাতে ভ্যাকসিন নিয়ে করোনা রূপী অসুরকে বধ করছেন মা দুর্গা। শিল্পী ধীমান মাইতি এর হাতে গড়ে উঠছে এই প্রতিমা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সোনাখালি ক্লাবের একটি মণ্ডপে যাবে এই প্রতিমা। প্রতিমার পাশাপাশি থাকছে হাসপাতালে নার্স থেকে শুরু করে ডাক্তারের বিভিন্ন মডেল। যাকে কেন্দ্র করে এক প্রকার বলা চলে অভিনবত্বের ছোঁয়া লাগতে চলেছে ঘাটালের ওই পুজোমণ্ডপে।

Leave a Reply