মলয় দে নদীয়া:- উত্তর ২৪ পরগনা শ্যামনগরের আঁৎপুর ঘোষ বাড়ি অতিতে জমিদার ছিলেন। সেই সময়ে আশেপাশে দুর্গাপুজো না থাকায় অব্রাহ্মণ হওয়া সত্বেও, পূজার প্রচলন শুরু করেন। তবে আড়াইশো বছর ধরে বংশপরম্পরায় নদীয়ার শান্তিপুর বর্তমান সুদিন পাল এবং তার পূর্বসূরিরা প্রতিমা নির্মাণ করে আসছেন আজও। মৃৎশিল্পী সুদিন পাল জানান, ৫ পুরুষ আগে থেকে জমিদার বাড়িতে গিয়ে মন্দির দালানে প্রতিবার নির্মাণ করে আসতেন পূর্বপুরুষরা। তবে তার পিতার মৃত্যুর পর থেকে সময়াভাবে শান্তিপুরে ঠাকুর বানিয়ে পৌছে দিয়ে আসা হয়। রথের দিন পাট পুজোর পর থেকেই, শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ।
অতীতের জমিদারবাড়ি বর্তমান ঘোষবাড়ি নামে পরিচিত, বর্তমান প্রজন্ম জয়ন্ত ঘোষ, বিজয় ঘোষ, রাজা ঘোষ, মুন্ডা ঘোষের মত এ প্রজন্মের পুজোর দায়িত্বে থাকা পরিবার সদস্যরা জানান, লুচি ধোকা পনির আলু ফুলকপির তরকারি এবং সুজির পায়েস ভোগ নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে, এবং প্রত্যেক দর্শনার্থীকে সেই প্রসাদ বিতরণ করা হয়। এখানে কুমারী পুজো প্রচলন আছে সেই আমল থেকেই, দশমীর দিন পায়রা উড়ানো রীতি দেখতে ভিড় করে আশপাশের অনেকেই।