নদীয়ার নবদ্বীপে এক শিল্পীর অসাধারন শিল্পকর্ম চালের উপর করোনা বধ মা দূর্গার

News

মলয় দে, নদীয়া:- চালের উপর করোনা বধে মা দূর্গা।‌ করোনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করবে মা দূর্গা এবং শান্তি দেবে সারা বিশ্ববাসীকে এই বার্তা দিতেই চালের উপর ক্ষুদ্র দূর্গা প্রতিমা তৈরি করেন নদীয়ার নবদ্বীপের প্রতাপনগরের বাসিন্দা গৌতম সাহা । তার এই দূর্গা প্রতিমার বিশেষত্ব একটি চালের দানার উপর এটি তৈরি করা এবং এই মা দূর্গা বধ করছেন কোরোনা রুপি মহিষাশুর কে ।

গৌতম বাবু পেশায় আঁকা শেখান বাচ্চাদের কিন্তু করোনার প্রভাবে দীর্ঘ লকডাউনে যখন সবাই বারিতে বন্দি তখনই সেই ফাঁকা সময়ে তার মনে আসে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র দেব দেবী থেকে বিশিষ্ট জনদের মুর্তি তৈরি করার কথা ।যেমনভাবা তেমন কাজ তারপরই তিনি একের পর এক ক্ষুদ্র শিল্প কলা ফুটিয়ে তোলেন কখনও দেশলাই কাঠির উপর মা কালি ,রাধা কৃষ্ণ আবার কখনও মুগ ডালের উপর সরস্বতি মুর্তি ।

Leave a Reply