রক্তসঙ্কট দূর করতে এগিয়ে এলো উর্দিধারীরা

News

দেবু সিংহ,বামনগোলা:মালদা জেলা রক্ত সঙ্কট দূর করতে এবারে এগিয়ে এলো উর্দিধারীরা। বামনগোলা পুলিশের উদ্যোগে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

মালদহের বামন গোলা থানার পাকুয়াহাট ইন্দিরা মোড়ে, সুসজ্জিত ভ্রাম্যমান এ সি বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরে প্রায় ২৮ জন পুরুষ ও মহিলা রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন, আই সি বামনগোলা জয়দীপ চক্রবর্তী, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহ সভাপতি তপন রায়, কোষাধক্ষ্য সুশান্ত সরকার, বন্ধু ফাউন্ডেশনের সম্পাদক সুমন মোদক, সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল প্রমূখ। ২৮ জন রক্তবন্ধু রক্তদান করেন। সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্তবন্ধু ও অতিথিদের চারাগাছ প্রদান করা হয় । সকলকে ধন্যবাদ জানান বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শুভঙ্কর শীল মহাশয়।

Leave a Reply