অশোকনগর রবীন্দ্র সঙ্ঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

News

সোশ্যাল বার্তা : সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা উৎসব,করোনার তৃতীয় ঢেউ আসন্ন।চারিদিকে মানুষের আর্তনাদ আর হতাশার ছবি।জীবন ও জীবিকা নির্বাহ সঙ্কটজনক। কারন মানুষের বেঁচে থাকা এখন সবথেকে গুরুত্বপূর্ণ।এই পরিস্থিতিতে অশোকনগর রবীন্দ্র সঙ্ঘ ক্লাব র পক্ষ থেকে করোনা সতর্কীকরণের সমস্ত নিয়ম-কানুন মেনে স্বেচ্ছায় রক্ত দান শিবির আয়োজন করা হয়।মোট রক্তদান করেন ৪৫ জন,তার মহিলা রক্তদাতা ছিল ১৩ জন। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন অশোক নগর কল্যানগড় পৌরসভার বর্তমান পৌর প্রশাসক উৎপল তালুকদার সহ পৌরসভার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা।পৌর প্রশাসক উৎপল তালুকদার রক্তদাতাদের শুভেচ্ছা এবং রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে।

Leave a Reply