মলয় দে নদীয়া:- আর কয়েক দিন পর বিশ্বকর্মা পূজো ।করোনা আবহে ঘরবন্দী সাধারণ মানুষের সাদা কালো মন উন্মুক্ত খোলা আকাশে রংবেরঙের ঘড়ির সাথে কিছুটা আনন্দে রাখার জন্য ঘুড়ি লাটাই সুতোকে সঙ্গী করে সময় অতিবাহিত করতেন । এখন সেই ঘুড়ি উৎসবের জৌলুস নেই! রথের বাজার ভালো যায়নি পুলিশের ধরপাকড়ে। সামনেই বিশ্বকর্মা পূজো । আশাহত হয়েছেন ঘুড়ি লাটাই সুতো প্রস্তুতকারী এবং বিক্রেতারা। ঘুড়ি ওড়ানো ঘুড়ি প্রতিযোগিতা চলবে তবে ঢিমেতালে ।
বর্তমানে অনেকের হাতে সেভাবে রোজগার, তবুও ঘুড়ি ওড়াতে সবার মন চায়। তাই অনেকে কাগজের ঘুড়ি দামের জন্য প্লাস্টিক ঘুড়ি হাতিয়ার করেছেন । বর্ষার কারণে কাগজের থেকে প্লাস্টিক ঘুড়ি চল বেশি। বিক্রি হচ্ছে দেদার । দামেও সস্তা । তবে কয়েক মাস আগে ঘুড়ি ওড়ানোর জন্য চায়না মাঞ্জা দেওয়া সুতো বিক্রি হলেও একের পর এক দুর্ঘটনার কারণে তা এখন পুরোপুরি বন্ধ। প্রশাসন এই বিষয়ে ভীষণ সতর্ক ও এই সুতো নিষেধাজ্ঞা জারি করা তে সেই পুরোনো দিনের সুতির সুতো ফিরে এসেছে । তাই বিশ্বকর্মা পূজো উপলক্ষে বাজারে নানা রঙের ঘুড়ি চলে এসেছে। বিক্রি শুরু হয়েছে । তবে কাগজের ঘুড়ি থেকে প্লাস্টিক ঘুড়ি বিক্রি কিছুটা এগিয়ে ।