সোশ্যাল বার্তা : সোমবার বিকেলে নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে চন্ডিপুরে যাত্রীবাহী বাসের সাথে আবগারি দপ্তরের ছোট গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে দুজন আহত হয়। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আবার দিঘার রাস্তায় দুর্ঘটনা। দিঘার পথে সাতসকালেই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত এক আর আহত তিন । এদিন ভোর ৫টা নাগাদ দিঘা -নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের বালিসাইর বাঁকশাল মোড়ের কাছে দিঘা ফেরৎ একটি মারুতি ও একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারুতিগাড়ির চালকের মৃত্যু।মৃতের পরিচয় জানা যায়নি। আহত হয় তিনজন।
তাদের উদ্ধার করে স্থানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ উপস্থিত হয়ে গাড়ি দুটি এবং মৃতদেহটিকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যায় এবং যানজট মুক্ত করে। অতিবৃষ্টির মাঝে দ্রুতগতিতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।