পরিবেশ বাঁচানোর বার্তা ও করোনা সচেতনতায় সাইকেলযাত্রা ‘নদীয়া থেকে দীঘা’ চার স্কুল পড়ুয়ার

Social

সোশ্যাল বার্তা : পরিবেশ সচেতনতার বার্তা, করোনাকালীন পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার, সাইকেল চালানোর সুবিধা এই সকল বার্তা নিয়ে নদীয়ার বেতাই থেকে দীর্ঘ পথ দীঘা’র উদ্দেশ্যে সাইকেলে রওনা দিলেন চারজন স্কুলপড়ুয়া বিপ্লব মন্ডল, শুভ বালা, সৌরভ বিশ্বাস এবং রোহিত বালা।

রবিবার সকাল ৭টা নাগাদ বেতাই ড. বি আর আম্বেদকর কলেজের সম্মুখ থেকে তাদের যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন সাইকেলপ্রেমী সুজন অধিকারী যিনি সাইকেলে করে ঘুরে ঘুরে দূরদূরান্তে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দিয়েছেন ।

জানা যায় প্রথম দিন রানাঘাটের হবিবপুর তারা রাত্রি যাপন করবে। পরের দিন সকালবেলা আবার যাত্রা শুরু। সাইকেল আরোহীদের মধ্যে তিনজন দ্বাদশ ও একজন একাদশ শ্রেণির ছাত্র। করোনাকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ রয়েছে। বার্ষিক পরীক্ষার চাপও নেই তাই সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বাঁচানোর বার্তা ও করোনা সচেতনতায় তাঁরা উদ্যোগী হয়েছে।

সাইকেল আরোহী বিপ্লব মণ্ডল জানায় ” পরিবেশ নিজেদেরকেই ঠিক রাখতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে। অনেকেই গাছ কাটেন কিন্তু গাছ লাগান না। শুনতে পাওয়া যাচ্ছে সামনে নাকি করোনার তৃতীয় ঢেউ অথচ এখনও অনেকেই মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করেন না । পথের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ “।

Leave a Reply