মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই রাধা কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, তাঁর আগে রাধা কৃষ্ণের পোশাখ থেকে শুরু করে নানান পসরা সাজিয়ে বিক্রির অপেক্ষায় এগরা শহরের ব্যবসায়ী দীপালী গিরি। সংসার চালাতে দোকান খুলেছেন তিনি, কোভিড পরিস্থিতিতে সংসারে টান, তাই হাল ধরেছেন নিজের হাতেই। কিছুদিন আগে নানান ধরনের রাখীর দোকান খুলেছিলেন, কিন্তু বিক্রি না থাকায় একপ্রকার মন খারাপ। তবু হেরে জাননি তিনি, ঘুরে দাঁড়াতে এবার জন্মাষ্টমীর পসরা সাজিয়েছেন নিজের দোকানে, কিন্তু বিক্রি কই ?
কোভিড পরিস্থিতির কারনে জন্মাষ্টমীর রমরমা কেনাকাটা নেই আগের মতো। দোকান সাজিয়েছেন চোখে লাগার মতো কিন্তু কেনার ক্রেতা নেই। বিক্রিবাটা নেই,পেটের জোগাড়ে বাধা মানুষের আর্থিক সমস্যা। করোনার কারনে স্বাভাবিক জীবনের ছন্দ পতন হওয়ার পর, নিজের জীবন বাঁচাতে বিভিন্ন জীবিকা বেছে নেয় সাধারণ মানুষ। তাঁর মধ্যে এগরার দীপালি গিরিও নিজের মতো করে ছোট্ট ব্যবসা করেছিলেন কিন্তু লোকসানের মুখে পড়তে হল তাঁকে। রাখী ব্যবসার পর জন্মাষ্টমীর পসরা বিক্রি পর পর লোকসানের মুখে পড়ে বিপাকে দীপালী দেবী, তবু হাল ধরে রেখেছেন লাভের মুখ দেখার আশায়। তবে তা না হলে ভবিষ্যতে ব্যবসা ছেড়ে বাইরেও চলে যাবেন এমন জানান এগরার দীপালী গিরি।