ভ্রাম্যমান যক্ষা নির্ণয় যান নিয়ে ব্লকে ব্লকে স্বাস্থ্য দপ্তর

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৯ই ডিসেম্বর ২০১৯: নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলা যক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হলো নির্দিষ্ট জেলার কয়েকটি টিবি ইউনিট গুলোতে অত্যাধুনিক যক্ষ্মা নির্ণয় যন্ত্রের (CBNAAT)মাধ্যমে যক্ষ্মা নির্ণয় পরীক্ষা ।
ভ্রাম্যমান যান

আজ নদীয়া জেলার রানাঘাট ১ ব্লকের অধীনস্থ হবিবপুর স্বাস্থ্য কেন্দ্রের তাহেরপুর টিবি নিরাময় ইউনিট এ সকাল ৮টা থেকে এই কর্মযজ্ঞ শুরু হয় । ব্লকের স্বাস্থ্য কর্মী সহ উপস্বাস্থ্য কেন্দ্রের ANM , আশা কর্মীরা উপস্থিত ছিলেন ।উপস্থিত ছিলেন জেলা যক্ষ্মা দপ্তর থেকে পর্যবেক্ষক হিসাবে জেলা যক্ষ্মা আধিকারিক ডাঃ শুভাশীষ চন্দ, প্রীতম চন্দ, দীপল রায় টিবি ইউনিট থেকে ছিলেন অমিত নন্দী এবং ল্যাব টেকনিসিয়ান হিসাবে ছিলেন অভিষেক ও লোকনাথ সাহা। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাদের মধ্যে যক্ষ্মা সংক্রান্ত লক্ষণ আছে যেমন- হঠাৎ করে ওজন কমে যাওয়া, জ্বর,খিদে না পাওয়া, রাত্রিকালীন ঘাম, সহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপযুক্ত ঝুঁকি প্রবণতা যাদের বেশি তাদের এছাড়া যে সমস্ত পরিবারে যক্ষা রোগী আছে তাদের সংস্পর্শে থাকা ব্যক্তিবর্গ, নেশাগ্রস্ত ব্যক্তিদের কফের নমুনা সংগ্রহ করে দু’ঘণ্টার মধ্যেই তার সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করে ফলাফল জানিয়ে দেওয়া হয় ।

এই প্রসঙ্গে জেলা যক্ষ্মা আধিকারিক মাননীয় ডা: শুভাশীষ চন্দ বলেন ” আমাদের স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যক্ষা নিরাময় কাজে নিযুক্ত অাছে । পাশাপাশি রাজ্যের নির্দেশমতো ভ্রাম্যমান যানের মাধ্যমে গ্রাম অঞ্চলে পৌঁছে যাচ্ছি । অনেকেই আছেন যারা শহরে গিয়ে পরীক্ষা করাতে রাজি হন না । পরিষেবা যাতে সহজে সাধারণ মানুষ পায় তার জন্য এই ভ্রাম্যমান যান ।

 

WhatsApp :9434158779