৯ই আগস্ট নাগাসাকি দিবসে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে মার্চ ফর সায়েন্স

News

তমলুক: ৯ই আগস্ট নাগাসাকি দিবসে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি সারা দেশ জুড়ে India March For Scince এর আহ্বান জানায়। সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে তমলুক ও কাঁথিতে মার্চ ফর সায়েন্স অনুষ্ঠিত হলো। অবৈজ্ঞানিক পুরনো ধ্যান ধারণার প্রচার ও প্রসার বন্ধ এবং সংবিধানের 51A ধারা অনুযায়ী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ ও অনুসন্ধিৎসার প্রসার, শিক্ষাব্যবস্থায় বৈজ্ঞানিক তথ্য প্রমাণের পরিপন্থী কোন বিষয়কে অন্তর্ভুক্ত না করা; কেন্দ্রীয় বাজেটের এর 10% এবং রাজ্য বাজেটের 30% শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ; দেশে GDPর কমপক্ষে 3% বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় ব্যয় বরাদ্দ ; প্রাচীন ভারতের বিজ্ঞানের নামে পুরাকাহিনি ভিত্তিক অপবিজ্ঞান প্রসার বন্ধ সহ বিভিন্ন দাবিতে তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মার্চ ফর সায়েন্স সংঘটিত হয়। উদ্ভোধন করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অধ্যাপক ড: মানস কুমার মাইতি ।

হাসপাতাল মোড়ে মার্চ শেষে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি শিক্ষক গুরুপ্রসাদ জানা, সম্পাদক শিক্ষক সুমন্ত সি, শিক্ষক সুব্রত গিরি সহ অন্যান্যরা। বিভিন্ন বিজ্ঞান ক্লাব এর ছাত্র শিক্ষক সহ বিজ্ঞান অনুরাগী মানুষজন উপস্থিত ছিলেন।

সুমন্ত বাবু বলেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা খাতে যেভাবে ব্যয় কমাচ্ছে এবং সরকারি সহযোগিতায় অপবিজ্ঞানের প্রসার ঘটছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিজ্ঞানভিত্তিক চিন্তা প্রসারে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply