দেবু সিংহ,মালদা: হঠাৎ করে দেখলে দীঘা বলেই ভ্রম হওয়াটা স্বাভাবিক। সকাল থেকে সন্ধ্যা উৎসাহী মানুষের ভিড়। কেউ ভাঙ্গা ঢেউয়ে স্নান করতে ব্যস্ত। তো কেউবা ব্যস্ত সেলফি তুলতে।
মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা বিলের ছবিটা এখন এরকমই। কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিল এখন জেলার মানুষের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু।
পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রাম। এই গ্রামের পাশেই রয়েছে ভাটরা বিল। প্রায় কুড়ি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিল। শান্তিপুর, মাধাইপুর, মোরগ্রামের মত গ্রামগুলির লাইফ লাইন এই বিল। বিলের চারিদিকেই ফসলের ক্ষেত। বিলের জল সেচ করেই শুখা মরশুমে চাষ করেন কৃষকেরা। তবে বর্ষার মরশুম শুরু হতেই রূপ বদলাতে থাকে ভাটরা বিল। জল বাড়তে থাকায় কূল ছাপিয়ে তা ছড়িয়ে পড়ে চাষের জমিতে। আয়তনে বাড়তে বাড়তে এখন বিলটি প্রায় দক্ষিণ ভাটরা গ্রাম ছুঁয়ে ফেলেছে। প্রায় সাগরের চেহারা নিয়েছে বিল। বড় বড় ঢেউ দেখতে ভিড় করছেন শয়ে শয়ে মানুষ। অনেকে সপরিবারে কাটিয়ে যাচ্ছেন একটা দিন। কেউ সেলফিতে ধরে রাখতে চাইছেন মূহূর্ত। কেউ বা ব্যস্ত স্নানে
দীঘা যাওয়ার সাধ এই বিলেই মেটাচ্ছেন অনেকেই। তাই এই বিলকে অনেকেই বলছেন মিনি দীঘা। তবে এত কিছুর পরেও আক্ষেপ থাকছেই স্থানীয় কৃষকদের। কারণ, বিলের জলেই যে তলিয়ে গেছে বহু আবাদি জমি।