মালদা- কারোনা কালীন পরিস্থিতিতে অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে । উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবি তুলে স্কুলে তালা মেরে রাজ্য সড়ক অবরোধ ছাত্রীদের।ঘটনাস্থলে পুলিশ। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধে বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাইস্কুলের ছাত্রীরা।
বুলবুলচন্ডী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ এই স্কুলের অর্ধেক ছাত্রী। গতকাল বিকেলেও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ক্ষুব্ধ পড়ুয়ারা।বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাইস্কুলের বিক্ষোভকারীছাত্রীদের সঙ্গে আলোচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক।
তিনি জানান, আগামী সোমবার কলকাতায় স্কুল কর্তৃপক্ষকে যাওয়ার কথা বলা হয়েছে।উল্লেখ্য, স্কুলের ১৮৩ জন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০ জন ছাত্রী।