দেবু সিংহ,মালদা: ক্রিয়েশন গ্রুপ অফ মালদার উদ্যোগে, বুধবার সন্ধায় অভিনব শুভ জন্মদিন পালন হল ইংরেজ বাজারের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত আশ্রয়হীনদের অনুভবে।
জন্মদিন মানে হই চই- কেক কাটা-, জন্মদিন মানে ভুরি ভোজ,- জন্মদিন মানে জমিয়ে আড্ডা। না, এগুলোর একটিও না। অবশ্য অনুভব আশ্রম প্রাঙ্গণে সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজান হয়েছিল এবং আশ্রমের কুড়ি জন আবাসিক দুস্থদের মধ্যে জন্মদিনের খাবার পরিবেশন করা হয়। কোভিড বিধি মেনে কয়েকজন আমন্ত্রিত অতিথি এসেছিলেন আকাঙ্ক্ষাকে আশীর্বাদ করতে। ক্রিয়েশন গ্রুপ অফ মালদার সদস্য প্রতিকী নন্দী মল্লিকের মেয়ে আকাঙ্ক্ষার জন্মদিনে উপস্থিত ছিলেন, ক্রিয়েশন গ্রুপ অফ মালদার চেয়ারপারসন দীপান্বিতা ঝা , সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার কার্যকারী সদস্য চৈতালি নন্দী, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, জাগরণ মালদার কর্ণধার শুভজিৎ দাস, নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা, অনুভব আশ্রমের মধুসমিতা ঝা প্রমূখ।