সংকট থেকে রক্ষা পেতে নবদ্বীপের মা পোড়ামা মন্দিরে বিপত্তারিণী পুজো দিতে ভীড় মহিলাদের

Social

মলয় দে, নদিয়া:- হিন্দু ধর্মের বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতে বিপত্তারিণী ব্রত করা হয়। দেবী দুর্গার ১০৮ অবতরের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিনী। তাই যেকোন মাতৃশক্তির মন্দিরে এই পুজো হয়। ভক্তি মনে এই পুজো করলে যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এদিন দেখা গেলো নবদ্বীপের আরাধ্য দেবতা মা পোড়ামা মন্দিরে বিপত্তারিণী পুজো দিতে অসংখ্য ভক্তদের ভিড়। সকাল থেকেই নবদ্বীপ ও সংলগ্ন এলাকা থেকে পুজো দিতে মহিলারা হাজির হয়েছেন নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় মা পোড়ামা মন্দিরে। এই পূজার উপকরণের ডালা নিয়ে রাস্তার দু ধারে বসেছে একাধিক দোকান। মায়ের মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের ভীড় সামাল দিতে নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। এই ব্রত সম্পর্কে সংসারের মায়েদের ধারনা, এই দেবীর পূজা ও ব্রত পালন করলে বাড়ির সকলে বিভিন্ন বিপদ থেকে মুক্তি লাভ করা যাবে। সেই জন্যই তাঁরা এই ব্রত পালন করে থাকেন।

Leave a Reply