পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের এক অভিনব প্রয়াস

Social

রমিত সরকার: গোটা রাজ্য জুড়ে ১১ ও ১২ই জুলাই পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের এক অভিনব প্রয়াস গ্রহণ করল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সুমন্ত প্রামানিক আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেট থেকে বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা, কঠোর রৌদ্রের মধ্যে, সাইকেল-ট্যাবলো সহযোগে অতিক্রম করে এবং রাস্তায় পেট্রোল পাম্পে মানুষজনকে এই মূল্যবৃদ্ধির ব্যাপারে সচেতন করে, স্বাক্ষর সংগ্রহ করে ও একটি করে গাছ প্রদান করে।

এই প্রসঙ্গে সুমন্ত প্রামাণিক জানান “পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। সাধারণ মানুষের সামনে পুরো বিষয়টি তুলে ধরলাম। পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে তার জন্যই গাছের চারা বিতরণ করলাম”।

Leave a Reply