দেবু সিংহ, মালদা: রথ মানেই জিলেপি বা পাঁপড় ভাজা। রথের দিনে রথ দেখতে ভিড় জমান কচিকাঁচা সহ আবাল বৃদ্ধ বণিতা। তবে এবার রথের দিনেই ঘটল ছন্দপতন।
রথের চাকায় চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি পুরাতন মালদার রূপ সনাতন মন্দির মাধাইপুর এলাকার। স্থানীয় বাসিন্দারা জানান সোমবার দুপুরে রথযাত্রা উপলক্ষ্যে রথ সাজানোর কাজ চলছিল গ্রামে। অন্যদের সঙ্গে ৭ বছরের একটি শিশুও রথ সাজানোর কাজ করছিল। ওই সময় রথটা কোনও রকমে গড়িয়ে গেলে চাকায় চাপা পড়ে জখম হয় ওই শিশু। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। এই ঘটনায় উৎসবের অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।