বেআইনি ই-রিক্সার বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করল মালদা ট্র্যাফিক পুলিশ

Social

দেবু সিংহ,মালদা : বেআইনি ই-রিক্সার বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করল মালদা ট্র্যাফিক পুলিশ। শহরে বেআইনি ই-রিক্সার দৌরাত্মের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিলেন বাসিন্দারা। শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা।

প্রথম দফায় শহরের রথবাড়ি মোড় এলাকা দিয়ে চলাচলকারী প্রায় ৫০টি বেআইনি ই-রিক্সা আটক করা হয়। ট্র্যাফিক পুলিশ আধিকারিকরা জানান যে ওই ই-রিক্সাগুলির কোনো রেজিস্ট্রেশন নেই। বেআইনিভাবে চলাচল করছিল সেগুলি। আগেও বেশ কয়েকবার সতর্ক করলেও কাজ হয়নি। তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ওই ই-রিক্সাগুলির চালকদের অভিযোগ তাদের রোজগার বেশি না। বর্তমান টোটোগুলি রেজিস্ট্রেশন করছেনা পরিবহন দফতর। আয় যথেষ্ট না হওয়ায় তারা নতুন ই-রিক্সা কিনতে পারছেননা।

সাগর মণ্ডল নামে এক টোটো চালক বলেন এই টোটোগুলির কোনো কাগজপত্র নেই। কিন্তু নতুন ই-রিক্সা কেনার আর্থিক ক্ষমতাও নেই তাদের।

Leave a Reply